ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত সারারাত অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বাবন দে (২৭), মো. রুহুল আমীন (২৫), রাসেল (৩৪), ইমরান হোসেন ওরফে রিফাত (২৩), মো. আলিম (২৭), মো. শাহিন (৩৭), মো. আল আমীন ওরফে জনি (৩২), মো. আশরাফুল ইসলাম (২৭), মো. উসন আলী (৩৯), মো. জাকির ওরফে মাইকেল (২৮), সুপ্লব বনিক(৩৬), মো. হৃদয় (২২), মো. সাবিদ হোসেন নান্টু (২৭), মো. অলিউল্লাহ(৩৩), মো. রাজন মিয়া(২৫)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত প্রত্যেকেই একাধিক মামলার আসামী। এর আগেও ছিনতাইয়ের অভিযোগে জেল খেটেছেন। গ্রেফতারকৃত ১৫ জনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গতকাল রবিবার জেলা গোয়েন্দা ও সদর থানার পুলিশ ২৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply