বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবনে অংশ নেন ছাত্রলীগে। গণমানুষের অধিকার আদায়, ন্যায়সঙ্গত প্রতিটি দাবী আদায়ের সংগ্রামে অংশ নিতে সহনাটী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক চান সালাহ্ উদ্দিন কাদের রুবেল। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী হিসাবে তিনি গণসংযোগও শুরু করেছেন।বর্তমানে সদূর লন্ডন থেকে প্রান্তিক ,অবহেলিত মানুষদের সহযোগীতা করে যাচ্ছেন নানান ভাবে ,খোঁজ খবর নিচ্ছেন তার এজেন্টদের মাধ্যমে।বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন ,যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতির দ্বায়িত্বে ছিলেন।
সালাহ্ উদ্দিন কাদের রুবেল উপজেলার সহনাটী ইউনিয়নের গুণীজন মরহুম আঃরাশিদ মেম্বারের পুত্র।
Leave a Reply