বেতন বৈষম্য নিরসনসহ নানান দাবিতে সারাদেশে আন্দোলনরত জেলা প্রশাসনের কর্মচারীদের দাবিগুলো আগামী ৩০ নভেম্বরের মধ্যে না মানলে এক ডিসেম্বর থেকে সারাদেশে গণকর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ।মঙ্গলবার সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এক বিবৃতিতে আন্দোলনরত জেলা প্রশাসনের কর্মচারীদের ন্যায়সংগত দাবিগুলোর মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,যতগুলো বেতন কমিশন হয়েছে প্রতিটিতে ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীরা আর্থিক ও প্রশাসনিকভাবে চরম বৈষম্যের শিকার হয়েছে। অবিলম্বে নবম পে কমিশন গঠনের মাধ্যমে ১০টি ধাপে বেতনস্কেল নির্ধারণ, অন্তবর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সময়ের দাবি।এ ছাড়াও সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ নির্ধারন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান, যাতায়াতভাতা, টিফিনভাতা, চিকিৎসাভাতা, ধোলাইভাতা ইত্যাদি বিদ্যমান বাজারদরের আলোকে নির্ধারণসহ ১১ থেকে ২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সরাসরি নবম ও দশম গ্রেডের শুন্যপদে পদায়ন, আজ গণকর্মচারীদের জাতীয় দাবি।
Leave a Reply