গত ২৯ নভেম্বর রাত ৩টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাইল গ্রামের চৌরাস্তা সংলগ্ন আয়েশা আক্তারের গোয়াল ঘরে আগুন লাগে। এলাকাবাসী টের পেয়ে চেষ্ঠা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনলেও এসময় গোয়ালঘরে থাকা ৪টি গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে আয়েশা আক্তারের বৃদ্ধা মা সেলিনা খাতুনও পুড়ে আহত হয়। আয়েশা আক্তার জানান, আমি এনজিও থেকে ঋন তুলে গরু কিনেছিলাম। অগ্নিকান্ডে ৪টি গরু ও গোয়ালঘর পুড়ে আমার প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কোন ভাবেই পুরণ করতে পারবনা। এখন এ ঋন পরিশোধ করার কোন ক্ষমতা আমার নেই।
স্থানীয় লোকজন জানান, দরিদ্র আয়েশা আক্তারের একমাত্র সম্বল গরুগুলো পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। তাদের আর সহায় সম্বল বলতে কিছু নেই, ঘরের জায়গা বাদে আর কোন জায়গা জমিও নেই।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম জানান, আমি সরেজমিনে পরিদর্শন করেছি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কথা বলেছি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে দিয়ে সাহায্যের আবেদন করিয়েছি।
Leave a Reply