জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অ¤øান’ এ ¯েøাগালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন অংশগ্রহন করেন।
Leave a Reply