সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন সিংগুলা গ্রামে কুমিল্লার দাউদকান্দিতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কামাল (৩৪) হোসেন নামের এক চা বিক্রেতার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে নিহত চা-বিক্রেতা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত চা বিক্রেতা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ৪/৫টি এনজিও থেকে টাকা তোলেন। ওই টাকা নিয়ে প্রায়ই এনজিও কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হত। দেনার দায়ে আগেই বসত বাড়ি বিক্রি করে দিয়েছে স্বামী। এখন ছোট ছোট দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই।
ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। চা বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন। আমি চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার অন্তর্ভুক্ত করার।
Leave a Reply