পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় জামিন আবেদন করে গত ১৪ ডিসেম্বর আদালতে হাজির হন মামলার এগারো নম্বর আসামি গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ম আদালতে হাজির হন। কিন্তু আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠায়। এরপর গত মঙ্গলবার আসামি পৌর মেয়রের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে শুনানি শেষে বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শনিবার বিকেলে সৈয়দ রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply