ময়মনসিংহের নান্দাইলে পিকআপের ধাক্কায় ব্রহ্মপুত্র নদে ট্রাক্টর পড়ে চালক নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক বিশু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি আট মাস আগে নান্দাইল উপজেলার চরলক্ষ্মীদিয়া গ্রামের আয়ুব আলীর মেয়ে ফাহিমা খাতুনকে (২৫) বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন।
পুলিশ জানায়, জমি চাষ করার কাজ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন চালক বিশু মিয়া। ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর সড়কে মোড় ঘোরানোর সময় পেছন থেকে দ্রুতগামী একটি পিকআপ এসে ট্রাক্টরটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক বিশু মিয়া ট্রাক্টরসহ ব্রহ্মপুত্র নদে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ট্রাক্টর নদে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর বিশু মিয়ার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ময়নাতদন্ত করার জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply