ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শিক্ষা উপকরন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া এ জনগোষ্ঠীর পিছিয়ে পড়া পাঁচটি পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেয়া হয়।
উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহকারী কমিশনার ভূমি মোঃ আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপিত বিমল রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রবিদাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন ফোরাম গৌরীপুর উপজলা শাখার সভাপতি বাবুল রবিদাস, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গৌরাঙ্গ ক্ষত্রিয় প্রমুখ।
Leave a Reply