ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার বয়ফ্রেন্ড হিসেবে আলোচিত নির্মাতা আদনান আল রাজিব উভয়েই গত তিন দিন যাবত ভাওয়াল রিসোর্টে অবস্থান করছেন। এই রমজানে এবং লকডাউনে তাদের সেখানে অবস্থান, একান্তে মেলামেশার ঘটনায় আশেপাশের এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিশেষ করে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তারা ভাওয়াল রিসোর্টের সংশ্লিষ্টদের সবাইকে অবহিত করা স্বত্ত্বেও বেলেল্লাপনা বন্ধে ব্যবস্থা না নেওয়াই ক্ষুদ্ধ হয়েছে এলাকাবাসী।
তাদের বিয়ে নিয়ে বেশ কয়েক বছর ধরে আলােচনা সমালোচনা চললেও তারা কোনো বিষয়ে পরিষ্কার করে জানাননি কখনোই। এর আগে ২০১৮ সালে তাদের লন্ডনে অবস্থান নিয়েও বেশ আলোচনার জন্ম দিয়েছিল মিডিয়া পাড়ায়।
২০১৯ সালে তাদের নিয়ে বিভিন্ন বির্ততকের সৃষ্টি হলে তখন মেহজাবিন জানান তারা ৪/৫ বছরের মধ্যেই বিয়ে করবেন এবং সকলকে জানিয়েই করবেন। তাদের বিয়ের বিষয়ে পরিষ্কার না হবার কারণে তাদের এই একত্রে অবস্থানের জন্য ওই এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সেখানে তাদের এভাবে অবস্থানের কারণে যে কোনো সময় সেখানে বিশৃংঙ্খলার সৃষ্টি হতে পারে।
বিষয়টি নিয়ে বছর দুয়েক আগে নির্মাতা রাজিবের সঙ্গে আলাপ করা হলে তিনি জানিয়েছিলেন, গত সাত বছর ধরেইতো সবাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আসছেন। আমার মনে হয় এসব নিয়ে কোনো সংবাদ প্রকাশ না হওয়াই ভালো। আর কোনো সুখবর আসলে তাতো আবশ্যই জানাবো।
যদিও মেহজাবিন ও আদনানকে নিয়ে তাদের প্রেম বা বিয়ে নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। নিজেদের কথিত প্রেম নিয়ে ইতিবাচক কোনো ঘোষণা দিতেও দেখা যায়নি এ তারকা যুগলের কাউকে। শুধু বিভিন্ন স্থানে তাদের একত্রে থাকা নিয়েই বারবার সৃষ্টি হচ্ছে নানা বির্তকের।
সূত্র: দেশপত্র
Leave a Reply