ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বৃ-বড়বাগ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার কৃষকের ঘর-বাড়ি রবিবার (২ মে) বিকেলে পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে এমপি’র সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য ২৪ এপ্রিল উল্লেখিত গ্রামে অগ্নিকান্ডে এনায়েত হোসেন আকন্দ, একদিল হোসেন আকন্দ, বিল্লাল ফকির, মুজিবুর রহমান এই চার কৃষকের ঘর বাড়িসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে তারা সর্বশান্ত হয়ে পড়েন।
Leave a Reply