নাটোর প্রতিনিধি:নাটোরে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত জহুরুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, ২০২০ সালের ১৫ নভেম্বরে একটি মাদক মামলায় জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জহুরুল ইসলাম কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার ভোরে জহুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply