ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৪ মে) রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার চারটি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ঘর-বাড়ি, দোকান-পাঠ,গাছ পালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্
স্থানীয় কয়েকজন জানান, সোমবার রাত ১১ টার দিকে উপজেলার মাওহা, অচিন্তপুর সহনাটি ও ভাংনামারী ইউনিয়নের উপর দিয়ে ঝড়টি প্রচন্ড বেগে বয়ে যায়। এসময় ঝড়ে স্থানীয় নহাটা উচ্চ বিদ্যালয়ের বারান্দা ও লংকাখলা উচ্চ বিদ্যালয় ভবনের টিনের ছাউনি উড়ে যায়। এছাড়া ঘর-বাড়ি, গাছপালা ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়।
গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিল্লাল হোসেন জানান, ঝড়ে অচিন্তপুর ইউনিয়নে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলছে।
Leave a Reply