কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ার সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ইসলামী ইতিহাস বিভাগের (অব:) সহকারি অধ্যাপক ওয়াদুল হক সানু আর নেই। রবিবার ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহি……রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার মাগরিব নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজের অনুষ্ঠিত হবে। এর পর তার গ্রামের বাড়ি উপজেলার মহিপুর ইউনিয়নে লতিফপুর হাজী আবদুল করিম আকন ঈদগা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, তিনি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব রত ছিলেন। তার মৃত্যুতে কলাপাড়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক হাজী হুমায়ুন শিকদার। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৃত্যুতে মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply