প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোভিড-১৯ এর কারণে স্থগিত সকল পরীক্ষা শুরুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে কিছু কিছু পরীক্ষা শুরু হয়েছে। ২০২০ সালের অনার্স ১ম ও ২য় বর্ষ সহ অন্যান্য সকল পরীক্ষার ফরম পূরণ আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।
এমতাবস্থায় সংশিষ্ট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা (কপি সংযুক্ত) অনুসরণ করে গ্রহণের জন্য অনুরােধ করা হলাে। খুব শিগগিরই বিস্তারিত সময়সূচি সহ অনার্স ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনার্স ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখতে এডুকেশন্স ইন বিডির জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চোখ রাখুন।শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD এর চ্যানেলের সাথেই থাকুন। আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel
• অনার্স ১ম বর্ষের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হল
• অনার্স ২য় বর্ষের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই লিংকে পাবেন
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোডিড-১৯ ভাইরাস প্রাদুর্ভাবের ফলে সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নােক্ত নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা গ্রহণের বিষয়ে অনাপত্তি প্রদান করা হলো:
• মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে;
• প্রতিদিন পরীক্ষা শুরু করার পূর্বে অবশ্যই প্রতিটি পরীক্ষা কক্ষ/টয়লেট/আঙ্গিনা/রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে;
• প্রবেশপথে প্রত্যেক পরীক্ষার্থীকে থা্ম্যাল স্ক্যানার/থার্মোমিটার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে;
• পরীক্ষা কক্ষে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক (সার্জিক্যাল মাস্ক অথবা তিন পরত (স্তর) বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালােভাবেঢেকে রাখবে) ব্যবহার করতে হবে;
• পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করতে হবে।
এর আগে করোনায় আটকে থাকা বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে নেওয়া হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এরপর অনার্স ৩য় বর্ষ বিশেষ পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। এদিকে মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা যথাক্রমে ৭ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংগৃহীত তথ্য
Leave a Reply