জাককানইবি প্রতিনিধি : ২০ ও ২১ এপ্রিল,২০২১ তারিখ দুপুর তিনটা থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় “কনকিউয়ার উইথ কাইয়ুম ইসলাম সোহেল” নামক তারুণ্যবান্ধব লার্নিং প্লাটফর্মের “লিফট আপ ইয়োর ক্যারিয়ার” নামক দুইদিনব্যাপী অনলাইন ট্রেনিং প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং তরুণ প্রফেশনালদের জীবনের লক্ষ্য নির্ধারণ, সিভি রাইটিং ও ইমেইল রাইটিং এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ট্রেনিং এ গঠনমূলক আলোচনা করা হয়।
তরুণদের আত্ম উন্নয়নমূলক এই ট্রেনিং প্রোগ্রামটি বিনামূল্যে এবং সবার জন্যে উন্মুক্ত ছিল।
ট্রেনিং প্রোগ্রামে স্পিকার হিসেবে ছিলেন কাইয়ুম ইসলাম সোহেল(এইচআর ম্যানেজার,আরএসপিএল হেলথ বিডি লিমিটেড) এবং মোঃ ইয়াসিন সোহাগ (এইচআর লিড,গোদরেজ কনস্যুমার প্রোডাক্টস বিডি)।
উল্লেখ্য, এই ট্রেনিং প্রোগ্রামকে সাফল্যময় করতে ইয়ুথ এংগেইজমেন্ট পার্টনার হিসেবে ছিল “জেনারেশন জেড”এবং ক্লাব পার্টনার হিসেবে বিইউবিটি বিজনেস ক্লাব,ডিইউইটি সিআরসি, ডিআইইউ মার্কেটিং ক্লাব,ইএলডিসি-সিওইউ, জাককানইবি ক্যারিয়ার ক্লাব,জেএনইউসিসি, এনইউএসডিএফ, আরএসি জেকেকেএনআইইউ, আরইউসিসি এবং আরসি বিজনেস ক্লাব নামক স্বনামধন্য এই ১০টি সংগঠনের সম্পৃক্ততা ছিল এবং মিডিয়া পার্টনার হিসেবে “ঢাকা পোস্ট ” ছিল।
উক্ত ট্রেনিং এ অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় সেইসাথে তাদের জন্য আরও থাকছে ক্যারিয়ার গাইডলাইন,সিভি কোয়ালিটি চেক (বাছাইকৃত ৬জনের জন্যে),প্রফেশনাল এইচআর দের সাথে নেটওয়ার্ক তৈরীর এবং
সিডব্লিউকিআইএস এর সাথে কাজ করার অনন্য সুযোগ।
দুইদিনব্যাপী ট্রেনিং এ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক অধ্যয়নরত তিনশত শিক্ষার্থীরও বেশি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে সেশনগুলো।
সিডব্লিউকিআইএস প্লাটফর্মের টিম মেম্বারদের সুনিপুণ কার্যক্রমের মাধ্যমে সুসম্পন্ন ভাবে শেষ হয় দুইদিনব্যাপী এই অনলাইন ট্রেনিং প্রোগ্রাম।
Leave a Reply