ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতঘর থেকে ৩ মাসের অন্তঃসত্তা জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জান্নাতুল ফেরদৌসী মানসুরা উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী। জান্নাতুল ফেরদৌসী মানসুরা এক সন্তানের জননী ও তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়েছিলেন মানসুরা। সকালে বাড়ির লোকজন বসতঘরের খাটের ওপর গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য ময়মরসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, ওই গৃহবধূর গলায় দাগের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শ্বাশুরী পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply