ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে নারী সংক্রান্ত বিরোধের জেরে খাইরুল ইসলাম (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে ছেলেরা। এ ঘটনায় ছেলে আক্রাম হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাধাখালী গ্রামে খাইরুল ইসলামকে কুপিয়ে আহত করে দুই ছেলে। পরে শুক্রবার (২১ মে) দ্বিবাগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খাইরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
তিনি বলেন, নিহতের ছেলে আক্রাম হোসেনকে আটক করা হয়েছে। অপর ছেলে মিনহাজকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে, গ্রেফতারকৃত আক্রাম হোসেন ও ওই মহিলাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার খাইরুল ইসলাম এক অপরিচিত মহিলাকে বাড়িতে নিয়ে আসে। ওই মহিলাকে কেন বাড়িতে নিয়ে আসছে এ নিয়ে ছেলেদের সাথে খাইরুলের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খাইরুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাইরুলের মৃত্যু হয়।
সুমন চন্দ্র সরকার আরও বলেন, নিহত খাইরুল ইসলাম এলাকায় খাইরুল ডাকাত নামে পরিচিত। তার নামে থানায় চুরি, ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply