গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুলাল আহাম্মদ,বিগত সময় চেয়ারম্যান থাকা কালীন অবস্থায় বিভিন্ন কর্মকান্ডের জন্য বিতর্কিত হয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল আহাম্মদ।তার ভাষ্য মতে, তার পাশের কিছু অসাধু ব্যক্তির বুদ্ধি পরামর্শ-ই বিতর্কিত হওয়ার প্রধান কারণ।যদিও দুলাল আহাম্মদ বিতর্কিত একজন মানুষ তবুও ৫নং সহনাটি ইউনিয়নের অবহেলিত,প্রান্তিক মানুষের আত্মার স্পন্দন দুলাল আহাম্মদ । নাম না জানাতে অনিচ্ছুক কিছু গরীব অসহায় মানুষেরা বলেন,‘দুলাল চেয়ারম্যান যাই করুক,গরীবের পেটে লাতি দেয়নাই,বিচার সালিশ ঠিক মত পাওয়া গেছে ’।
সরেজমিন তথ্যে জানাযায়, ৫নং সহনাটি ইউনিয়নের অধিকাংশ জনগণই প্রান্তিক,প্রায় ৬৫% শতাংশ ।এই ৬৫% শতাংশ জনগণের ৫৫% শতাংশ জনগণের প্রিয় পাত্র দুলাল আহাম্মদ। এই ৫৫% শতাংশ জনগণের ধারণা সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন হলে আবার ও চেয়ারম্যানের চেয়ারে বসবে দুলাল আহাম্মদ!এই ৫৫% শতাংশ প্রান্তিক জনগণের পক্ষ থেকে একটি স্লোগান ধ্বনিত হচ্ছে, ‘আগামী ইউপি:নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দুলাল আহাম্মদকেই দেখতে চাই’ তাদের সাথে এক মত পোষণ করে দুলাল আহাম্মদও ধারণা করেন, অতিথের বিতর্কিত কাজ গুলো ভূলে গিয়ে ৫নং সহনাটি ইউনিয়নের জনগণ তার পাশে থাকবে ।তবে এখনও বিশেষ কোন সূত্র বলতে পারেনি তিনি কি দলীয় প্রতিক নিয়ে মাঠে নামছেন কি না ।
Leave a Reply