বর্তমান সময়ে মূল্যায়ন পরিক্ষা ও অ্যাসাইনমেন্ট ফি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে,কতটুকু বৈধতা আছে মূল্যায়ন পরিক্ষা ও অ্যাসাইনমেন্ ‘র ফি আদায় করার মধ্যে । সহনীয় পর্যায়ে কয়টা স্কুলে মাসকি বেতন আদায় করা হচ্ছে,অ্যাসাইনমেন্ট’র ফি কেন নেয়া হচ্ছে?সরকারের কোন সংবিধানে উল্লে্খ আছে অ্যাসাইনমেন্ট’র ফি নেয়ার ব্যাপারে, তার সুনির্দিষ্ট তথ্য জাহির করা প্রত্যেক স্কুল প্রধানের দায়িত্ব বলে মনে করছেন অবিভাবক সমাজ ।বিগত ও চলমান করোনা চলাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সাপেক্ষে কেন নেওয়া হচ্ছে স্কুলের অসহনীয় মাসিক বেতন? করোনা চলাকালীন সময়ে বাংলাদেশের প্রায় সব অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক;শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া ! শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকিই কর্তন ছাড়া বেতনের আওতা ভুক্ত ছিল ,তবে কেন সহনীয় পর্যায়ে স্কুলের মাসকি বেতন আদায় করা হচ্ছে না ।মূল্যায়ন পরিক্ষার নামে অ্যাসাইনমেন্ট’র ফি কেন নেওয়া হচে্ছ করোনার মত এই দু:সময়ে । এ বিষয় টি তদারকি করা প্রয়োজন সংশ্লিষ্ট কতৃপক্ষের ।
Leave a Reply