চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেতা আনিসুর রহমান মিলন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান এ অভিনেতা।
তিনি জানান, কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে প্রথমে স্কয়ার হাসপাতালে যান। পরে সিসিইউ না থাকায় সেখান থেকে মধ্য রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসিজি রিপোর্ট হাতে পাওয়ার পর তার অসুস্থতার সম্বন্ধে জানা যাবে বলে আশা করছেন মিলন।
এই অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় তারা ভাইয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। এখানে এসে আবার ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য অন্যান্য আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নেয়া হয়েছে। ভাইয়া কী কারণে অসুস্থ হলেন সেটা আজ সন্ধ্যা নাগাদ জানা যাবে।
Leave a Reply