1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

আমদানিকারকের অনুকূলে ছাড়পত্র প্রদানের ঘটনায় বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে প্রত্যাহার

আঃজলিল
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

এক কোটি ৬০ লাখ টাকা শুল্ক পরিশোধ না করে সোনালী ব্যাংক বেনাপোল শাখা থেকে আমদানিকারকের অনুকূলে ছাড়পত্র প্রদানের ঘটনায় শাখা ব্যবস্থাপককে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর এই ব্যবস্থা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শুল্ক পরিশোধ না করে শুল্কের চালান ছাড়পত্র নেয়ার ঘটনায় কাস্টম হাউজ ও সিএন্ডএফ ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।আমদানিকারক প্রতিষ্ঠান খালিদ এন্টারপ্রাইজ সম্প্রতি একাধিক এলসি’র মাধ্যমে ভারত থেকে কয়েক কোটি টাকার ফল আমদানি করে। এসব পণ্য চালানগুলি খালাস নিতে আমদানিকারকের পক্ষে কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মো. শান্ত।

কিন্তু তারা আমদানির পণ্যের বিপরীতে আসা এক কোটি ৬০ লাখ টাকা শুল্ক পরিশোধ না করেই সোনালী ব্যাংক বেনাপোল শাখার ছাড়পত্র (রিলিজ অর্ডার) নিয়ে আমদানিকৃত মালামাল খালাস করে নিয়ে যায়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসলে তাদের একটি টিম গত সপ্তাহে বেনাপোল সোনালী ব্যাংকে আকস্মিক অভিযান চালায়। এ সময় শুল্ক পরিশোধ না করে ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত হলে আমদানিকারকের পরবর্তী পণ্য চালানের বিপরীতে জমা দেয়া শুল্কের টাকা বকেয়ার সঙ্গে সমন্বয় করেন। পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কয়েকজন সিএন্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, বেনাপোলের কয়েকজন শুল্ক ফাঁকির হোতা সিন্ডিকেট করে আমদানিকৃত প্রতিটি ফলের শুল্কের চালানের বিপরীতে সোনালী ব্যাংকের বেনাপোল শাখার কতিপয় কর্মকর্তা-কর্মচারি ৫ থেকে ১০ হাজার টাকা উৎকোচ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের এ সুযোগ দিয়ে আসছিল। এ ঘটনায় প্রায় ২০ কোটি টাকা শুল্ক পরিশোধ না করে শুল্ক পরিশোধের চালান নিয়ে মাল খালাস করে নিয়ে যায়।ঘটনাটি জানাজানির পর নড়েচড়ে বসে সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ ব্যাংক।

পরে বিভিন্ন মাধ্যমে ও চাপ প্রয়োগ করে কয়েকটি ছোট বড় সিএন্ডএফ এজেন্টের কাছ থেকে ১০ কোটির বেশি টাকা আদায় করা হয়। এখনো বড় বড় কয়েকটি এজেন্টের কাছে কিছু টাকা আদায় করা বাকী আছে বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের দোষ ঢাকতে তা প্রকাশ করছে না।

এসব সিএন্ডএফ এজেন্টরা সরকারি শুল্কের টাকা জমা না দিয়ে সেই টাকায় অল্প দিনে কোটি কোটি টাকার গাড়ি বাড়ির মালিক হয়ে গেছেন। জায়গা জমি কিনে আলিশান বাড়ি বানিয়েছেন। কিনেছেন কোটি টাকার গাড়ি। দুর্নীতি দমন কমিশন এসব সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে সঠিক ভাবে তদন্ত করলে বিষয়টির সত্যতা প্রকাশ পাবে বলে বলছেন অনেক সিএন্ডএফ ব্যবসায়ীরা।

সোনালী ব্যাংক যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ না করে চালানের কাগজপত্র নিয়ে যাবার চেষ্টা করে একটি প্রতিষ্ঠান। পরে আমরা শুল্ক আদায় করেই ছাড়পত্র দিয়েছি। তবে শাখা ব্যবস্থাপক আক্তার ফারুককে যশোরে বদলি করা হয়েছে। আর কোন টাকা বাকী আছে কিনা প্রশ্ন করলে তিনি তদন্ত ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাবে না বলে জানান।

সোনালী ব্যাংক বেনাপোল শাখার ব্যবস্থাপক আক্তার ফারুক জানান, খালিদ এন্টারপ্রাইজের কাছ থেকে টাকা বুঝে নিয়েই শুল্ক পরিশোধের চালানের কাগজ ছাড়া হয়েছে। সেখানে কোনো অনিয়ম হয়নি। আমার যশোর শাখায় বদলিও হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, সোনালী ব্যাংক বেনাপোল শাখায় ফলের শুল্ক পরিশোধ নিয়ে জটিলতা হয়েছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১২:৩২
  • ৫:০০
  • ৬:৫৪
  • ৮:১০
  • ৬:০৭