ময়মনসিংহের ত্রিশালের আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে আর্ন্তজাতিক মানের হিসেবে গড়ে তোলা হবে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১২টার সময় ময়মনসিংহের ত্রিশালে আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন শেষে উপস্থিত
সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে দেশ এবং বিদেশের সেনাবহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিবেন।
সেনাবাহিনীর প্রধান আরও বলেন, ত্রিশালের আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে ঘিরে আশপাশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এ জন্য স্বানীয় প্রশাসন ও নেতৃবৃন্ধের সহায়তা কামনা করেন।
এ সময় লেঃ জেনারেল মো. শামসুল হকসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, এএসপিটিএস বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গত ১৯৭৯ সালের ২৫ তারিখে এএসপিটিএস রাজশাহী সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে ০৪ ডিসেম্বর ১৯৯৯ তারিখে এএসপিটিএস ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়।
বর্তমানে ঢাকা সেনানিবাসে শারীরিক ও ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়ােজনীয় অবকাঠামো অপ্রতুলতার জন্য একটি অত্যাধুনিক সুযােগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তােলার লক্ষ্যে এএসপিটিএসকে একটি সুবিধাজনক এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়।
এ প্রেক্ষিতে এএসপিটিএস ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে।
এই এসপিটিএস দেশীয় প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন বন্ধু প্রতীম দেশ যেমন, শ্রীলংকা, সুদান, নেপাল ও প্যালেস্টাইন এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
Leave a Reply