কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। যার জনপ্রিয়তা ভারতের সীমান্ত ছাপিয়ে বাংলাদেশেও প্রভাব ফেলেছে।
ভারতের মতো বাংলাদেশের এ কন্নড় সুপারস্টারের ভক্ত-অনুরাগীর অভাব নেই।
১৯৮৫ সালে ‘বিজেতা’ নামক সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন আল্লু। এরপর একের পর এক সিনেমা উপহার দিয়ে গেছেন।
বর্তমানে সিনেমা প্রতি কত পারিশ্রমিক নেন আল্লু অর্জুন? সে বিষয়ে জানতে উৎসুক তার ভক্তরা।
ভারতের শোবিজভিত্তিক গণমাধ্যম টলিউড জানিয়েছে, বর্তমানে যে কোনো সিনেমায় অভিনয় করতে ভারতীয় মূদ্রায় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন আল্লু অর্জুন। জনপ্রিয়তার চূড়ায় ওঠার পর শুরুতে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিতেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।
কিন্তু গেল বছরের শুরুর দিকে তার অভিনীত ‘আলা বৈকুন্ঠপুরামলো’ সিনেমার অসাধারণ সাফল্যের পর এই পারিশ্রমিক তিনগুণ করে নেন আল্লু।
করোনার দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আল্লু। পুষ্প নামে তার একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
১৯৮৫ সালে সিনেমায় পা রাখলেও কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেন ২০০৩ সালে। ‘গ্যাংওরতি’ নামক সেই সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত মোট ১৬টি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু।
Leave a Reply