গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গণশৌচাগার (টয়লেট) নির্মান না করেই পুরোনো একটি টয়লেট সংস্কার করেই বিল দাখিলের অভিযোগ উঠেছে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। নতুন টয়লেটটি নির্মানের বরাদ্দ ছিল ২ লাখ টাকা। চেয়ারম্যান নিজেই ওই প্রকল্পটি সভাপতি ছিলেন।
উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন অভিযোগটির সত্যতা নিশ্চিত করে জানান, ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত (উন্নয়ন) তহবিল থেকে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা বাজার গোডাউন সংলগ্ন মাঠে নতুন একটি টয়লেট নির্মানের জন্য ২ লাখ টাকার একটি প্রকল্প দাখিল করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
উপজেলা পরিষদের সভায় (২৬-১১-২০২০) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। বিধিমোতাবেক টয়লেটটি নির্মানের জন্য সরকারের সাথে চুক্তিও সম্পন্ন করেন ওই ইউপি চেয়ারম্যান। গত ৪মে নির্মান কাজ শেষ করার কথা ছিল।
কিন্তু বিধিভঙ্গ করে পুরোনো টয়লেটটি সংস্কার করে গত ২৪ জুন বরাদ্দের টাকা উত্তোলনের আবেদন জানিয়ে বিল দাখিল করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিলটি আটকেদেন উপজেলা চেয়ারম্যান।
অভিযোগ সম্পর্কে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার মুঠোফোনে দাবি করেন বরাদ্দের চেয়ে বেশি টাকা খরচ করে পুরোনো টয়লেটটি সংস্কার করা হয়েছে। ইউপি সচিবের পরামর্শে ওই প্রকল্পের সভাপতি হয়েছিলেন তিনি। উপজেলা চেয়ারম্যানের সাথে রাজনৈতিক বিরোধ থাকায় বিলটি আটকে দিয়েছেন তিনি। তবে মানসম্মানের কারনে দাখিলকৃত বিলটি উঠানোর ইচ্ছা নেই আমার বলে মন্তব্য করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।’
নির্মানকাজের সাথে সংশ্লিষ্ট উপসহকারি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম মুঠোফোনে দাবি করেন টয়লেটটি নতুন না সংস্কার কাজ তা না দেখেই তদারকি করেছেন তিনি।
উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ‘ চেয়ারম্যানের অনিয়মের অভিযোগটি আমলে নিয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
Leave a Reply