জামালপুরের ইসলামপুরে রবিবার (৭ জুলাই) উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
এই সময় ধর্মমন্ত্রী মহোদয় ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড.আব্দুস সালাম ও পুনরায় নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথীঁকে বরণ করে নেন এবং সদ্যবিদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.এস,এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না’র বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আব্দুস সালাম, সদ্যবিদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামান আব্দুন নাসের বাবুল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথিঁ, সদ্যবিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
Leave a Reply