চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।‘ধর্মীয় লেবাস’ ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছিল, যাতে এলাকার লোকজন সন্দেহ না করে।গ্রেপ্তাররা হলেন- মো. ফোরকান ওরফে মাসুদ (৩১), তার স্ত্রী শামীম আরা শমী (২৮), মোবারক হোসেন (৩৮) ও মো. রাসেল (১৮)।“গ্রেপ্তার দুই জনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের চতুর্থ দিন চলছে আজ। রিমান্ডে তারা তাদের চক্রের সাথে এই ফোরকানের সম্পৃক্ততার কথা বলে।”
গ্রেপ্তারদের মধ্যে এক জনের সাথে মিয়ানমারের এবং আরেকজনের সাথে রোহিঙ্গা ক্যাম্পের সরাসরি যোগাযোগ আছে। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে মিয়ানমার ও রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা আনত বলে জানান উপ-কমিশনার মেহেদী।
তিনি বলেন, “এসব ইয়াবা ফোরকান বাসায় এনে মজুদ করে রাখত। সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করত। তার বাসায় বইয়ের আলমারিসহ বিভিন্ন স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। নগদ টাকা ছাড়াও ফোরকান ও তার স্ত্রীর পাসপোর্ট, চেক বইসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়েছে।”বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, তারা অভিযানে গেলে ফোরকানের স্ত্রী বইয়ের আলমারি, ব্যাগসহ বিভিন্ন স্থান থেকে ইয়াবাগুলো বের করে দেন। তার স্ত্রী চট্টগ্রাম কলেজ থেকে পদার্থ বিদ্যায় স্মাতকোত্তর করেছেন। সরকারি চাকরির জন্য একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন।
Leave a Reply