আজ সোমবার ২য় দিনের মতো পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন অফিস ও সহকারি কমিশনার (ভূমি) অফিসে কর্মরত সরকারি কর্মচারীরা। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করার দাবিতে এ কর্মবিরতি পালন করছেন কর্মচারিরা । সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি কর্মসূচীর আয়োজন করেছে বাকাসস( বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি)। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে বলে জানা যায়। এর মধ্যে দাবি মানা না হলে, ৫ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০ঃ৩০ ঘটিকায় মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানায় কর্মসূচীতে অংশগ্রহণকারী কর্মচারীরা। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মাজহারুল করিম বলেন, আমি ১০ বছর ধরে অফিস সহকারী পদে কর্মরত আছি। অথচ একই পদে নিয়োগপ্রাপ্ত সচিবালয়ের কর্মচারিরা পদোন্নতি পেয়ে উপসচিব পর্যন্ত হচ্ছে,অথচ আমাদের ক্ষেত্রে হচ্ছে বৈষম্য। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে আমাদের দাবী সংবলিত বিষয়টি অনুমোদন দিলেও তার কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। তাই ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যেই আমাদের এ কর্মসূচী। উপজেলার এ দুটি দফতরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় শত শত সেবা প্রার্থীরা গত দুদিন ধরে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবেনা বলে জানান
Leave a Reply