বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নারী নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে একদল তরুণী-তরুণদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘উইম্যান লিডার্স’। শান্তি,সামাজিক সহিষ্ণুতা, ঘৃণা-বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিহার এবং কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট নারী সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করছে এই “উইম্যান লিডার্স”। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে উইম্যান লিডার্স “নারীর অব্যক্ত কথা” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য
ছবি জমাদান শুরু হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ হতে এবং ছবি জমাদান শেষ হবে ৬ মার্চ ২০২১ তারিখ।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।বিচারক কর্তৃক বাছাইকৃত সেরা তিনটি ছবিকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় নারী জীবনের যেকোনো অনুষঙ্গে ছবি জমা দেয়া যাবে।তবে নারীর কর্মজীবন,সচেতনতায় নারীমন,প্রকৃতির শান্তিতে নারী,কন্যা শিশু শ্রম,আদিবাসী নারীর জীবন সংগ্রাম এই পাঁচটি ক্যাটাগরিকে প্রাধান্য দেয়া হয়েছে।
মূলত নারীর অব্যক্ত কথামালা ছড়িয়ে দেয়ার প্রয়াসেই “উইম্যান লিডার্স” কর্তৃক এই ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন।
Leave a Reply