পরীক্ষা ছাড়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিলে সেটা জালিয়াতি হিসেবেই গণ্য হবে নিশ্চয়ই। তবে এইচএসসি পাসের বিষয়টি যেহেতু আগের দুটি পরীক্ষা, অর্থাৎ এসএসসি এবং জেএসসি ফলাফলের ওপর নির্ভর করবে, তাই হয়তো ব্যাপারটা জালিয়াতি হিসেবে দেখা হবে না। তবে হ্যাঁ, পরীক্ষা একটা নেয়া প্রয়োজন ছিল, বিশেষ করে তাদের জন্য যারা এসএসসিতে ভাল করেননি কিন্তু এইচএসসিতে ভাল করার প্রস্তুতি নিচ্ছিলেন।যেহেতু পরীক্ষা ছাড়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিলে সেটা জালিয়াতি, সেহেতু এইচএসসির ‘অটো পাস’মেধা বিকাশের অন্তরায়,সেটা জালিয়াতি হিসেবেই গণ্য হবে নিশ্চয়ই ।
Leave a Reply