শুক্রবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি, নাতনিকে ডাক্তার দেখাতে অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন একই পরিবারের ছয়জন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই বাসের ধাক্কায় লাশ হলেন সবাই। এ ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকার, তার ছেলে গোবিন্দ বাদ্যকার, পুত্রবধূ ববিতা বাদ্যকার, নাতনি রাধে রানী, ভাইয়ের স্ত্রী খুশী রানী ও ভাতিজা রায় প্রকাশ এবং অটোচালক জামাল শেখ।
এদিকে, স্বামীর শোকে পাথর হয়ে গেছেন হরেকৃষ্ণ বাদ্যকারের স্ত্রী আরতি বাদ্যকার। পরিবারের সবাইকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। সান্ত্বনা দিয়েও তাকে থামানো যাচ্ছে না।দৌলতপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
Leave a Reply