করোনাভাইরাসের সংক্রমণ প্রভাবের কারণে এবার চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোতে পুলিশ মোতায়ন করা হচ্ছে না। তবে টহল পুলিশ থাকবে। আগে মণ্ডপে সার্বক্ষণিকভাবে পুলিশ টিম উপস্থিত থাকতো। এবার টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আজ রবিবার দুপুরে তিনি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সংবাদকর্মীদের ব্রিফিং করেন কমিশনার। তিনি বলেন, এবার কোনো পূজামণ্ডপে সার্বক্ষণিক পুলিশ থাকছে না। টহলের মাধ্যমে পুলিশ মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে। আর মণ্ডপের ভেতর যেন ২০-২৫ জনের বেশি এক সঙ্গে জড়ো না হন, সেই বিষয়ে খেলায় রাখার জন্য তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রবেশপথে যাতে ভিড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শনার্থীদের অবশ্যই মাস্ক থাকতে হবে।
নগরীতে এবার ২৫২টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে মহানগর পুলিশ ৩০টি নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটিকে। অন্য সময়ে নিরাপত্তা সম্পর্কিত বিধি-নিষেধ থাকলেও এবার করোনাকালীন স্বাস্থ্যবিধি যুক্ত হয়েছে নির্দেশনায়।
Leave a Reply