শাকিব খানকে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন ‘হাসিনা: ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু খান। সোমবার (১১ জানুয়ারি) এফডিসির জসিম ফ্লোরে এসএমসি ওরস্যালাইন-এন এর বিজ্ঞাপনের শুটিং করেন শাকিব খান।এর আগেও একবার এসএমসি’র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। বিশেষ উপলক্ষে তিনি পণ্যটির প্রমোশনে কাজ করেন।
আজই এর দৃশ্যধারণ শেষ করা হবে। আগামীকাল এর ফটোশুট করা হবে।
খুব শিগগির শাকিব খানের এই এসএমসি ওরস্যালাইন-এন’ এর বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোতে প্রচার করা হবে।
Leave a Reply