শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে বগুড়ার শাহজাহানপুর উপজেলা প্রশাসন। এ সময় জুতা পায়ে বেদীতে ওঠেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ও শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাদের মাঝে সমালোচনার ঝড় উঠে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুতা পায়ে বেদীতে ওঠার বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে জরুরি কাজে তিনি বাহিরে ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার খবর পেয়ে দ্রুত অনুষ্ঠানস্থলে আসেন এবং তাড়াহুড়া করে বেদীতে ওঠেন। এ সময় মনের ভুলে জুতা পায়ে বেদীতে উঠে পড়েন। হঠাৎ মনে পড়তেই দ্রুত জুতা খুলে আবার বেদীতে উঠেন। এটা নিঃসন্দেহে অনিচ্ছাকৃত ভুল ছিল।
শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দীন জানান, জরুরি কাজে বগুড়া শহরে ছিলেন। ইউএনও অফিস থেকে ফোন পেয়ে দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছে ভুলবশত জুতা পড়েই বেদীতে উঠে পড়েন। আশেপাশের লোকজন বিষয়টি নজরে দিলে দ্রুত জুতা খুলে আবার বেদীতে উঠেন। ভুলবশত এটা হয়ে গেছে।
শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী জানান, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। নিঃসন্দেহে এটা শহীদদের প্রতি অসম্মানের বহিপ্রকাশ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী বলেন, এসিল্যান্ড, ওসি স্মৃতিসৌধে জুতা পায়ে উঠে ঠিক করেননি। শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এমনই হয়।
Leave a Reply