ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধারের ঘটনায় দুই জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।
আসামীরা হলেন, গ্রেফতারকৃত বাপ্পী সে নগরীর কালিবাড়ি কবরস্থান এলাকার আবুল হোসনের ছেলে। অপরজন শাকিল তার পরিচয় পরিচয় প্রকাশ করেননি পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) রাতে কোতোয়ালী থানার উপপরিদর্শক রাসেদুল ইসলাম বাদী হয়ে বাপ্পী ও শাকিলকে আসামী করে মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার বাপ্পিকে গতকালই আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ ১০ দিনের রিমান্ড আবেদন কর
হবে বলেও জানান তিনি।
ছেড়াও এতে আসামি করা হয় শাকিল নামে আরও একজনকে। বাপ্পির ১০ দিনের রিমান্ড চাইবে বলে জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
উলেখ্য, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চালিয়ে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। এ সময় বাপ্পী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply