নীরব নিশ্চুপ নির্জন একা।
গভীর নিশি ডাকে,
জিজি পোকাআমাদের জোনাকি আলোর দেশে।
অধরা এখন ঘুমিয়ে আছে।
জাগবো না রাএ অনেকটা নিবিড়
হঠাৎ যদি ঘুম ভাঙ্গে স্বয়ন কক্ষে,
নিরহ নির্ভীক চোখ থাকাই তখননীলপ্রজাপতি চাঁদের আলো।
সেই হঠাৎ বিজলী তারা গুলোআলোকিত পথ মনে সাহস জাগাই;
আমি চলতে চাই পথের দ্বারাই,
চার পাশে শান্ত এখন জোপ ঝারে জোনাকি পোকা।
নড়ে না বনে কোন গাছে র পাতা
নির্জন প্রহর অধ্য নিশি জাগা।
ভোরের সময় বাজবে ধ্বণিপাখির কন্ঠে গান।
সারা ক্ষণ ছিলাম আমি নির্জন রাত।
Leave a Reply