আমার সাধের জনম গেল বিফলে,
দিবা অবসানে আসিও মোর ঘরে।
আজ সাধ আছে মোর সাধ্য নাই,পাপের দিন গেছে ফুরিয়ে,
দিবা অবসানে আসিও মোর ঘরে।
কাষ্ঠ দিয়ে বানায় নৌকা পানি ফেলতে রাখে ধারা একটি,
ধারা দিয়ে পরলে পানিজলে নৌকা ভাসে বেশি।
মাটি দিয়ে তৈরী মানুষ ধরে ধারা দুটি,
সেই ধারা দিয়ে পরলে পানিপূণ্যের নাইতো কমতি।
মোহাম্মদ মোখলেছুর রহমান খান সোহাগ
গৌরীপুর,ময়মনসিংহ।
Leave a Reply