যশোরের শার্শা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যুর এক মাস পর এবার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (০২ আগস্ট) দুপুরে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহত হাফিজুর রহমান রঘুনাথপুর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ছিলেন।
এর আগে গত ৩০ জুন তার সহোদর বড় ভাই আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাফিজুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। দু’দিন আগে তার শ্বাসকষ্ট বাড়লে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে করোনা আক্রান্ত হয়ে তার বড় ভাই আজিজুর রহমান মারা যায়। এক মাসের ব্যবধানে দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইউছুফ আলী জানান, নিহতের মরদেহ যাতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় তিনি আরও জানান, সরকারি হিসেবে এ পর্যন্ত উপজেলাতে ১ হাজার ১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১১ জন।
এদিকে স্থানীয়রা জানান, করোনায় সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ১১৩৭ জন ও মৃত্যুর সংখ্যা ১১ জন হলেও বেসরকারি হিসেবে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তিনগুণ বেশি। আক্রান্তরা পরীক্ষা না করানোয় সঠিক হিসাব জনসম্মুখে আসছে না।
Leave a Reply