কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের গৃহহীন ও ভুমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজ পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজলার ধানখালী ইউননিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম.সরফরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার, চম্পাপুর পরিষদ চেয়ারম্যান রিন্টু তাললুকদার, চাকামইয়া পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির কেরামত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো.জিয়াদ হাসান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট প্রমুখ।এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply