কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৫ জন করোনা পজেটিভ রোগীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হুমায়ুন কবির। প্রত্যেককে ১০ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল , ১ কেজি লবন, ও একটা সাবান প্রদান করেন।পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার মঙ্গলবার দিনভর তিনি ওইসসব করোনা আক্রান্তদের দ্বারে দ্বারে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়। এসময় কাউন্সিলর তারেকুজ্জামান তারেক ও মো.শওকত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, কলাপাড়ায় ৫৫ জন করোনা পজিটিভ রোগীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। কলাপাড়া পৌরসভার পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply