কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র দেয়া ঈদ উপহার হতদরিদ্রদের হাতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা। বুধবার শেষ বিকালে এমবি কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজি নেতৃত্বে প্রায় ৩০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সমগ্রী তুলে দেয়া হয়। প্রত্যেকে ১০ কেজি চাল, দুই লিটার তেল, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম সেমাই,এক কেজি চিনি,এক কেজি ডাল ও এক প্যাকেট লুডুস দেয়া হয়েছে। এ সময় ঈদ সমগ্রী হাতে পেয়ে হতদরিদ্র আবদুল খালেক বলেন, করোনা কালী এই সময় হাত কোন কাজ নাই। ধার করে পোলাপানের জন্য জামা কিনেছি। ঈদের সেমাই কিনমু সেই সামার্থটুকু নেই। হাঠাৎ করে ছাত্রলীগের ছেলেরা আমার হাতে ঈদ সমগ্রী তুলে দেছে। এ দিয়েই পোলাপান লইয়া ঈদ করতে পারমু।
অপর দরিদ্র আবু বক্কর বলেন, অমাদের এ দূসময় ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে, এতেই খুশি।কলাপাড়া এমবি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজি বেলন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র দেয়া ঈদ উপহার হতদরিদ্রদের মাঝে পৌঁছে দিয়েছে। মহামারি করোনার শুরু থেকে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বছর ব্যাপী মানুষের সহায়তায় নানা কর্মসূচি চালু ছিল। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply