কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় জরুরি ঔষধ সহায়তা প্রদান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। শনিবার সকালে ১০ টায় উপকূলীয় দূর্যোগ হ্রাস কর্মসূচির আওতায় ১৫০০ প্যাকেট খাবার স্যালাইন এবং ১৫০ পিস কলেরা স্যালাইন হস্তান্তর করা হয়।
এ সময় মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল অফিসার ডা.সুধীর কুমার পাল,উপকূলীয় দূর্যোগ হ্রাস কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মো.জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা বিন্দাবন চন্দ্র মন্ডল, ফাইনান্স অফিসার ইনজামামুল হক, সিও সাবিনা ইয়াসমিন, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন টিম লিডার সিপিপি মো.জাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।
Leave a Reply