শ্রীমঙ্গল (মৌলভীবাজার): র্যাব৯ সিপিসি২ শ্রীমঙ্গল ক্যাম্পের এক বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শায়েস্তাগঞ্জ গোল চত্বর থেকে কাঠের ফার্নিচার এর ভিতর বিশেষ কায়দায় রক্ষিত প্রায়১২৪কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই মে ) সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আবু মোঃ শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কে উক্ত অভিযান পরিচালনার সময় একটি পিকআপ গাড়ি সন্দেহ হলে সেটিকে আটক করে সিগন্যাল দেওয়ার সাথে সাথেই আসামি ও পিকআপ ভ্যান চালক মালামাল সহ গাড়ি রেখে পালিয়ে যায় এ বিষয়ে চুনারুঘাট থানা মামলা দায়ের করে এবং মালামালসহ থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব সূত্র জানা যায় পিকআপ ভ্যানের মালিক শাহবাজপুর গ্রামের শায়েস্তাগঞ্জ থানার হবিগঞ্জ জেলার বাসিন্দা মো: মিলন মিয়া(৩৮) পিতা: মৃত: সোনাই মিয়া এবং উদ্ধারকৃত গাঁজার মালিক হাপ্ডার হাওর গ্রামের শায়েস্তাগঞ্জ থানার হবিগঞ্জ জেলার বাসিন্দা মো: মনা মিয়া(২৬) পিতা: মৃত: সিদ্দিক আলী।
Leave a Reply