বলিউডের একগুচ্ছ তারকা এই মুহূর্তে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বা কাটিয়েছেন ৷ সেখানের প্রতিটি মুহূর্তের ছবি যখন ই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ঠিক তখনই তা ভাইরাল হয়েছে ৷ ডেজি শাহ, সোনালি রাউত, অনন্যা পান্ডের নাম সবার আগে ৷ এই চারজন অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁদের ছবি শেয়ার করেছেন ৷ এর মধ্যে কালে বিকিনির ছবি সব থেকে বেশি নজর কেড়েছে ৷
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
Leave a Reply