বৃহস্পতিবার রাতে বনগ্রাম জামসাইট গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃত তিনজন হলেন ওই গ্রামের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪০) ও ছেলে লিয়ন (৮)।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি আব্দুল জলিল।
তিনি বলেন, সকালে আসাদ মিয়ার এক ছেলে তোফাজ্জল হোসেন তার বাবা-মাতা ও এক ভাই গতকাল (বুধবার) থেকে নিখোঁজ বলে পুলিশকে জানান।
“আজ সন্ধ্যায় মাটি ভেদ করে একটি হাত বেরিয়ে আসার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”
সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবহিত করেন বলে ওসি জানান।
তিনি আরও জানান, রাত সোয়া ১০টার দিকে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সোনাহর আলীসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার হয়।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি বলে ওসি জানান।
Leave a Reply