গত ২১-০৫-২০২৪ইং সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টা সময় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের হুজুরকান্দি নামক এলাকায় পরস্পর বিপরীতমুখী দ্রুতগামী নসিমন ও মোটরবাইকের মুখুমুখী সংঘর্ষ হয়। যার ফলশ্রুতিতে বাইক আরোহী সহ আরো দুজন গুরুতর আহত হয়। আর্তচিৎকারে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব আব্দুস সালাম বলেন- জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার পরিক্ষা করে বাইক চালক অকাশে(২০) কে মৃত বলে ঘোষণা করেন। বাকী দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় রেফার করা হয়।
নিহত আকাশ(২০) এর বাড়ি মিরশ্বিকারী গ্রামের পূর্বকান্দি, (হোমনা), তার পিতার নাম শহীদ মিয়া।
ঘটনার খবর পেয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে মোটরসাইকেল ও নসিমনটি জব্ধ করেন। ঘটনা স্থলে গিয়ে নসিমন ড্রাইভারকে পাওয়া যায়নি, সে পালিয়ে যায়।
এদিকে মৃতের লাশ সুরতহালের জন্য কুমিল্লা প্রেড়নের লক্ষ্যে হোমনা থানা লাশ ঘরে মৃতের লাশটি স্থনান্তর করা হয়।
অফিসার ইনচার্জ বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[5/21, 9:47 AM] +880 1819-514249: চট্রগ্রাম হাটহাজারীর বুড়িশ্চর বাবর আলী বাংলাদেশের নাম লিখল পর্বতারোহনে ইতিহাসের মাইলফলক
বাংলাদেশ এর নাম আজ লিখিত হলো পর্বতারোহণের ইতিহাসের এক নতুন অধ্যায়ে।
আজ নেপালের স্থানীয় সময় ভোর ০৫:৫০ মিনিট (বাংলাদেশ সময় ০৬:০৫ মিনিট) এ বাবর দাঁড়ালেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে।
এটিই এই বাংলাদেশের কোন সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি আটহাজারি শৃঙ্গ সামিট।
Leave a Reply