কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ আরটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের পরিবারকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি । থানায় জিডি। যাহার নং : ১১৯৪, তাং: ২৬-০৪-২০২১।জিডি সূত্রে জানাযায়, ২৬ এপ্রিল রাত ১টায় (২৫ এপ্রিল দিবাগত) শেখ হাসান বেলালের আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে কুষ্টিয়া মডেল থানা। যার নম্বর ১১৯৪, তারিখ ২৬/০৪/২০২১। জিডির আবেদনে বেলাল উল্লেখ করেন, ২৫ এপ্রিল বিকালে ৪টা ৫৭ মিনিটে একটি টেলিফোন নাম্বার থেকে আমার পরিবারে ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন করে অজ্ঞাত এক নারী। তিনি বলেন “শয়তানের বাচ্ছা বেলাল আমাদের পিছনে লাগছে। ওকে থামতে বল, তা না হলে তোদের পরিবারের কি অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। যেখান থেকে আসছে বেলালকে সেখানে পাঠিয়ে দিবো”। এসময় আরও কিছু আপত্তিকর আজে বাজে ভাষায় গালিগালাজ দিয়ে ৫৩ সেকেন্ড কথা বলার পর ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে বেলাল জানান, ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। দায়িত্বশীল সাংবাদিকতা করতে গেলে অনেক অন্যায়কারীই অসুবিধায় পড়েন। এদের কেউ এই ধরনের হুমকি দিতে পারে। সম্প্রাতিক সময়ে সাংবাদিকদের হুমকি ধামকি, মিথ্যা মামলা দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলা করে তারা সুবিধা করতে চায়।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, পেশাগত সাংবাদিকদের এমন হুমকি প্রত্যাশা করিনা। হুমকিদাতা টেলিফোন ব্যবহার করেছে। তদন্ত করে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply