সোমবার ভোর ৬টার দিকে নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে সাহিতপুর বাজার সন্নিকটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাস ও ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
নিহত যুবকের নাম সনাই মিয়া (৩২)। তিনি মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। সনাই মিয়া হিরণ এন্টারপ্রাইজের হেলপার ছিলেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সোমবার ভোর ৬টার দিকে কেন্দুয়া পৌঁছার আগেই সাহিতপুর বাজারের কাছে সড়কে দাঁড়ানো মালবোঝাই ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কা লাগে। এতে বাসের হেলপার সনাই মিয়া ঘটনাস্থলে মারা যান।
এ সময় আহত হন কমপক্ষে আটজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে।
Leave a Reply