নিজস্ব প্রতিবেদকঃনেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামে আলোর ভূবন স্বেচ্ছাসেবী সংগঠন নামের একটি সমাজকল্যাণমূলক সংগঠন আত্মপ্রকাশ প্রকাশ করেছে।
সেবা, কল্যাণ ও মানবতা এই স্লোগানকে সামনে রেখে গতকাল বাজার পরিষ্কার অভিযানের মাধ্যমে সংগঠনের শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব আবু চান মিয়া, আওয়ামী কৃষকলীগের উপজেলা সেক্রেটারি শরীফুল্লাহ ভূঁইয়া, ২নং ওয়ার্ডের মেম্বার জনাব শফিকুল ইসলাম, সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব শফিকুল আলমসহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে একাত্মতা ঘোষণা করেন। সকল প্রকার কাজে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সংগঠনটির মুখপাত্র মোঃ আজাহার মাহমুদ বলেন, আমি ধন্যবাদ জানাই আমাদের নতুন প্রজন্মকে। তাদের উৎসাহ ও উদ্দীপনাই আমাদের এইরকম একটি সংগঠন করতে উদ্বুদ্ধ করেছে।
Leave a Reply