গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে নিম্নমানের উপকরনে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার থেকে ভিটাকাজিপুর লোহার ব্রীজ পর্যন্ত ৪.৩০০কিলোমিটার রাস্তা সংস্কারে নিম্নমানের ইট,খোয়া ব্যবহার ও ময়লাযুক্ত পুরাতন ইট ব্যবহার,উপরের ব্ল্যাকশিট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মীম কনস্ট্রাকশনে’র বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগে গত শনিবার বিকালে সরোজমিনে গিয়ে জানা যায়, নিম্ন মানের উপকরন ব্যবহারের সত্যতা মেলে। ওই এলাকার তারেক মোল্লা, নেওয়াজ সর্দার, ছাইদুল আলী মন্ডল, রনি ইসলামসহ অন্তত ১০ জন অভিযোগ করে বলেন, নিম্নমানের উপকরন দিয়ে যাচ্ছেতাই ভাবে কাজ করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্টানের কর্তাদের কাছে অভিযোগ ও কাজ বন্ধের কথা বলা হলেও তারা কর্নপাত করছেনা। উল্টো ভয়ভীতি ও মামলার হুমকি দেয়া হচ্ছে বলেও দাবী তাদের।
গুরুদাসপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে,নাটোরের ঠিকাদারী প্রতিষ্টান মিম কনষ্ট্রাকশান সংস্কার কাজটি বাস্তবায়ন করছেন। স্থানীয় সরকার বিভাগের ওই সংসকার কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,রাস্তা সংস্কারের কাজে অনিয়মের বিষয়টি তার জানা নেই। কোন অনিয়ম বা নিম্নমানের উপকরন ব্যবহার হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত মিম কনস্ট্রাকশনের কাজের তত্বাবধায়ক ফরহাদ হোসেন,লেবার সর্দার মজনু জানান,-নিয়মমাফিক কাজ হচ্ছে। কোন নিন্মমানের উপকরন ব্যবহার হচ্ছে না।
ঠিকাদারী প্রতিষ্টানের পক্ষে আলহাজ রমজান আলী জানান, সংস্কার কাজটি সরাসরী তার নয়, তবে তিনি ওই কাজের অংশীদার। নিম্নমানের উপকরন ব্যবহারের অভিযোগ অশ্বিকার করে তিনি দেখভালের দায়িত্বে থাকা তারেক হোসেনের সাথে কথা বলার পরামর্শ দেন।
Leave a Reply